Wednesday, July 15, 2015

Youtube থেকে Video download করতে পারছেন না !!! নিয়ে নিন সহজ সমাধান ( Only for Android )



আমরা জানি Youtube এমন একটা Platform যেখান থেকে অনেক প্রয়োজনীয় শিক্ষামূলক টিউটোরিয়াল ডাউনলোড করে বাস্তব জীবনে কাজে লাগানো যায় আর কাজটি যদি হাতের মুঠোয় থাকা Android সেট দিয়ে করা যায়, তবে কতইনা মজা হবে, তাই না? চলুন সিস্টেমটা জেনে নিইঃ

Youtube থেকে video download করার ক্ষেত্রে Tubemate এক অনন্য app. প্রথমে সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড (Click to Download  ) করে নিন। তারপর সাধারণ নিয়মে ইনস্টল দিন। এবার Appটি open করুন। নিচের মত দেখতে পাবেন



প্রথমে সার্চ বক্সে আপনার কাঙ্খিত ভিডিওটির নাম লিখে সার্চ দিন। তারপর সবুজ তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন। এখানে জানতে চাইবে ভিডিওটি কোন ফরমেটে সেভ করতে চাই। এবার পছন্দের ফরমেটে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।ওকে Enjoy now.


Name: Osman Gani
Viber/Imo/Tango: 01712- 611 713

1 comment: