Monday, May 7, 2012

ফাইল পারমিশন নিয়ে সমস্যা (Access Denied)


আমি নতুন উইন্ডোজ সেটাপ করেছি কিন্তু পুর্বের উইন্ডোজের ডেস্কটপ মাই ডকুমেন্টের ফাইল গুলো Access Denied দেখাচ্ছে। আমার অনেক প্রয়োজনীয় ফাইল ছিল এখানে কিন্তু সে গুলো আমি নিতে পারছিনা। খুব বিপদে আছি...... আমি উইন্ডোজ XP SP3 ব্যবহার করি। কেউ কি সাহায্য করে বিপদ থেকে মুক্ত করতে পারেন? পারলে কৃতজ্ঞ থাকব।



#
. My Computer -> Tools -> Folder Options -> View তে গিয়ে Use simple file sharing থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK ক্লিক করুন।

. My Documents ফোল্ডারে রাইট মাউস ক্লিক করে sharing and security তে ক্লিক করুন। Security ট্যাবে ক্লিক করুন। Advanced ক্লিক করুন। Permission ট্যাবে আপনি যে ইউজারনেম দিয়ে লগিন করেছেন তা সিলেক্ট করে Inherit from parent the... এবং Replace permissions entries... টিক চিহ্ন দিয়ে OK -> Yes -> Yes -> OK দিন। কাজ শেষ। এখন আপনি My Documents ফোল্ডার এক্সেস করতে পারবেন। একইভাবে Desktop ফোল্ডারকে করুন

No comments:

Post a Comment