Monday, May 7, 2012

উইন্ডোজ 7 স্টার্টবারে Run এড হবে


**এবার আর কিছু হোক না হোক ন্ডোজ সেভেনে স্টার্টবারে Run এড হবে

চলুন আজ শিখে নিই কিভাবে ন্ডোজ সেভেনে অতি সহজে রান কমান্ড এড করব তার  নিয়মঃ]
উৎসঃ প্রদত্ত বিষয়টি টিজে সাকিবের নিজের লিখা
আলোচ্য বিষয়ঃ মূলত এর মাধ্যমে টিজে কিভাবে অতি সহজে সকলের বোধগম্য ভাষায় ন্ডোজ সেভেনের স্টার্ট মেনুতে রান কমান্ড এড করতে হয় তার নিয়ম নিয়ে আলোচনা করেছেন
বিশ্লেষণঃ আমরা অনেকেই বর্তমানে উন্ডোজ সেভেন ইউজ করে থাকি। উন্ডোজটি অসম্ভব দারূণ কিন্তু দেখা যায় এতে রান কমাণ্ড স্টার্ট মেনুতে দেয়া থাকে না যার দরুণ আমাদের নানান প্রয়োজনে আমরা স্টার্ট মেনুর প্রয়োজন উপলব্ধি করি।আর আমরা পাগলের মত বিভিন্ন বাংলা ব্লগে , গুগল সার্চ ইঞ্জিনে তা খুঁজার চেষ্টা করি কিন্তু পায় না কোন কোন ব্লগার তা দিয়ে থাকলেও তা থাকে অপেক্ষাকৃত জটিল যা আমাদেরকে আরো বিভ্রান্ত করে তুলে কিন্তু কাজটি অতি সহজ এবং আমাদের জানা চোখের সামনেই থাকে  কিন্তু আমারা নিজের চোখ বন্ধ রেখে অন্যের চোখ দিয়ে দেখার চেষ্টা করি অন্যের পরামর্শ নিয়ে গবেষণায় ব্যস্ত থাকি যার দরুন কাজটি করা সম্ভব হয় না চলুন এবার তবে দেখি সিম্পল কাজ ৬০সেকেন্ড পরে বলবেন এই না কাজ যার লাগি আরা সারা দিন পওলর মতন ইক্কে উক্কে ঘুরি
Start Menu/Bar >> Control Panel >>Taskbar And Start Menu >>Start Menu>> Customize >> Mark Run Command >> OK >> Apply >> OK  

0r,

উইন্ডোজ ভিসতা উইন্ডোজ এর স্টার্ট
মেনুতে রান অপশনটি নেই কিন্তু অনেক কাজেই রান
মেনু ব্যবহার করতে হয় তাই স্টার্ট মেনুতে রান
যোগ করতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করুন
প্রথমে রান ওপেন করুন রান ওপেন করতে উইন্ডোজ
লোগো কী প্রেস করে ধরে রেখে R প্রেস করতে হবে এবার রান gpedit.msc লিখে এন্টার করুন এখন User Configuration > Administrator Templates > Start Menu and Taskbar গিয়ে ডান পাশের মেনুগুলো থেকে Add the Run command to the Start Menu অপশন ডান ক্লিক করে Properties যান Enable করে Ok করে বের হয়ে আসুন

No comments:

Post a Comment