Monday, May 7, 2012

কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন


আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের টিউনে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভাল আছেন। আজ মনে করেছিলাম আর টিউন করব না। পরে ফেইসবুকে গিয়ে দেখি একজন টিজে একটা সাহায্য চেয়েছেন। তার সমস্যার উপর ভিত্তি করে এই টিউনটি লিখতে বসলাম। কালকে দিতাম কিন্তু বিদ্যুৎ না থাকায় কালকে দিতে পারলাম না। সমস্যা হল, MP3 Format এর গানে কোন সফটওয়্যার ছাড়াই আপনি আপনার ছবি লাগাবেন। যখনই গানটি চালু হবে সাথে সাথে আপনার ছবি দেখাবে। এটি অনেকই জানেন, তবুও দিলাম
আর ফেইসবুকে একটি ফ্যানপেজ আছে https://www.facebook.com/PcMbHelp সবাই এখানে যুক্ত হতে পারেন। এখানে পিসি মোবাই্ল বিষয়ক সকল সমস্যার করা হয়। তাহলে আমরা এখন কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ট্যাগ যুক্ত করব। এজন্য Windows Media Player দরকার হবে। আমি Windows Media Player 11 ব্যবহার করেছি
  • প্রথমে একটি গান চালু করুন Windows Media Player
  • এবার নিচের দিকে দেখূন
114 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
  • এবার Libray ট্যাবে ক্লিক করুন নিচের মতো করে করুন
28 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
38 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
46 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
56 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
68 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
  • এবার Apply OK করে দেখুন
74 কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার ছবি ও ট্যাগ যুক্ত করুন
আশা করি সবাই এখন পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন পাশের জনকে ভাল রাখবেন। আল্লাহ হাফেজ……..

No comments:

Post a Comment