Monday, May 7, 2012

ফায়ারফক্সের যেকোন ভার্সনে যেকোন addon যেভাবে ইনস্টল করবেন


নানা কারনে আমরা ফায়ারফক্স আপডেট করে থাকি।আপডেট করার পর একটি কমন সমস্যা দেখা দেয়,সেটা কি ?
তা হলো কাংখিত addonটি নতুন ব্রাউজারে সাপোর্ট করছে না
তো এখন কি করবেন ?
আপনাকে এই সমস্যা নিয়ে ভাবতে হবে না
কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরোনো ব্রাউজারের কিছু কিছু প্রেগ্রাম (অ্যাডঅন) নিষ্ক্রিয় থাকে।কম্প্যাবিলিটি রিপোর্টারনামের একটি অ্যাডঅনের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী addon নতুন ব্রাউজারে ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যাডঅনটি   https://addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter     ঠিকানা থেকে নামিয়ে নিন। এর পর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন হালনাগাদ করা ফায়ারফক্সে পুরোনো ব্রাউজারের যেকোনো addon ব্যবহার করা যাবে

No comments:

Post a Comment